অন্যান্য

উখিয়ায় পৃথক যৌথ অভিযানে ২০হাজার ইয়াবা ওবিদেশী পিস্তল-গুলিসহ রোহিঙ্গা নারীপুরুষ আটক

  প্রতিনিধি 17 February 2025 , 7:46:17 প্রিন্ট সংস্করণ

 

জামাল উদ্দীনকক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবা ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্প-৯ এ অভিযান পরিচালনা করে ১৪ এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল।

 

গ্রেফতারকৃতরা হলো ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকের আবু বক্করের ছেলে মো. সেলিম (২৩) ও জি-১০ ব্লকের জামালের স্ত্রী আসমা আক্তার (২০)।

 

অভিযানের সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন সহ অধিনায়ক (পুলিশ সুপার) সুদীপ্ত রায় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন মহোদয়ের নির্দেশে ক্যাম্প-৯ এ অভিযান পরিচালনা করে ইয়াবা ও গুলিসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

এ ঘটনায় যেসব গডফাদার জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।”

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম ১৪ এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০হাজার পিস ইয়াবা ও ১০ রাউন্ড গুলিসহ দুজন রোহিঙ্গা নারী পুরুষ গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” অভিযানে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতায় ছিলেন বলে জানা যায়।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ