অন্যান্য

উখিয়ায় বিশেষ অ’ভি’যানে বালুসহ ডাম্পার জ’ব্দ: উ’দ্ধার ৩০ একর খাস জমি

  প্রতিনিধি 8 October 2024 , 7:36:00 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

উখিয়ার বালুখালী, থাইংখালী ও পালংখালীতে পৃথক অভিযান পরিচালনা করে ইজারা বহির্ভূত বালি উত্তোলন করার সময় বালিভর্তি ডাম্পার ও যন্ত্রাংশ এবং করাতকল জব্দ করেছে প্রশাসন।

সোমবার (৭ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, বালুখালী খাল থেকে আলী আকবর নামের এক ব্যক্তি অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে। ইজারা বহির্ভূত বালি উত্তোলনে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব।

এ খবরে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ। অভিযান পরিচালনার সময় বালি উত্তোলনের কাজে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অবৈধভাবে উত্তোলন করে মজুদ রাখা বালি জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে যায়। পরে আরেক অভিযানে থাইংখালী এলাকায়।

 

নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা যায়। পরে আরেক অভিযানে থাইংখালী এলাকায় অবৈধভাবে গড়ে উঠা করাতকলের যন্ত্রাংশ ও কাঠ জব্দ করে আভিযানিক দল।

একইদিন বিকেলে পালংখালী খাস খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের সময় মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রাংশ জব্দ করেছে প্রশাসন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল, বনবিভাগের বিট কর্মকর্তা ও স্টাফদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পালংখালীর ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে দীর্ঘদিন যাবত পালংখালী খালে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ

আহমদ জানায়,” সোমবার সকালে গোপন সংবাদ

পেয়ে বালুখালী খাল থেকে অবৈধভাবে ইজারা

বহির্ভূত বালি উত্তোলনকালে ডাম্পার জব্দ করা

হয়েছে ও থাইংখালী এলাকায় অবৈধভাবে গড়ে

উঠা করাতকলের যন্ত্রাংশ ও কাঠ জব্দ করা হয়

এবং একইদিন বিকেলে পালংখালী খালে

 

উঠা করাতকলের যন্ত্রাংশ ও কাঠ জব্দ করা হয়

এবং একইদিন বিকেলে পালংখালী খালে অবৈধভাবে বালি উত্তোলনকালে ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ