জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ডাব্লিউ এবং ক্যাম্প-৮ ইস্ট’র মধ্যকার সশস্ত্র দুই রোহিঙ্গা গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ রফিক (৩৩) নামের এক সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
৮ মার্চ (শনিবার) দিবাগত রাত ৯ টারদিকে এ ঘটনা ঘটে। উল্লেখিত দুই ক্যাম্পের দুই রোহিঙ্গা সশস্ত্র সংগঠন এআরএ এবং আরএসও’র সদস্যদের মধ্যে এই গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক (৩৩)কে উদ্ধার করে আহত অবস্থায় বালুখালীস্থ ক্যাম্প-৯’র আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহামম্মদ রফিক ক্যাম্প-৮ই’র বি-২১ ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। সে শামসু আলমের ছেলে এবং তার এফসিএন নাম্বার-১২১৮১৬।
এ রিপোর্ট লেখাকালিন পর্যন্ত মোহাম্মদ রফিকের মৃতদেহ পরিবারের কাছে রয়েছে। এ ঘটনায় ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে ৮এপিবিএন’র পানবাজার পুলিশ ক্যাম্পের টহল রয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো: আরিফ হোসাইন জানান, খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।