প্রতিনিধি 20 May 2025 , 8:51:42 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা | মঙ্গলবার, ২০ মে ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে পাইলটের দক্ষতায় প্রাণে রক্ষা পান বিমানে থাকা ২৮০ জন যাত্রী। এক ঘণ্টারও বেশি সময় আকাশে চক্কর দেয়ার পর বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৭টা ৯ মিনিটে। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK713 ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরপরই ডান পাশের ইঞ্জিনে বার্ড হিট হয়। এর ফলে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, “বার্ড হিটের ফলে ইঞ্জিনে ধোঁয়ার সৃষ্টি হলে পাইলট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান।”
তিনি আরও জানান, বিমানটিতে থাকা সব যাত্রী অক্ষত রয়েছেন এবং কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি।
ঘটনার পর যাত্রীদের ঢাকার বিভিন্ন হোটেলে স্থানান্তর করা হয়েছে। তাদের বিকল্প ফ্লাইটের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বার্ড হিটের ঘটনার পর শাহজালালে সতর্কতা জারি করা হয় এবং রানওয়ে প্রস্তুত রাখা হয় জরুরি অবতরণের জন্য।
তদন্তের জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানের ইঞ্জিন পরীক্ষা করছে।
বার্ড হিট কী?
বার্ড হিট হলো বিমানের উড্ডয়ন বা অবতরণের সময় কোনো পাখির ইঞ্জিনে বা বিমানের শরীরে আঘাত হানা। এটি বিমান দুর্ঘটনার অন্যতম একটি কারণ হিসেবে বিবেচিত, যদিও অধিকাংশ সময় পাইলটদের দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
🟢 শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইট TK713-এর যাত্রীদের জন্য নতুন ফ্লাইট নির্ধারণ প্রক্রিয়াধীন।