আনোয়ার হোসেন,
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের, গোমস্তাপুর উপজেলায় পূর্ণভবা নদীর তীরে অবস্থিত রহনপুর হকার্স মার্কেটে এই বছর আশানুরূপ শীত কম হওয়ার অন্য বছরের তুলনায় অনেক ক্রেতা কম, যার কারনে লক্ষ লক্ষ টাকার মাল জমা হয়ে আছে রহনপুর হকার্স মার্কেটের এই দোকান গুলোতে ,তাই এখানকার ব্যবসায়ীরা হতাশা হয়ে পড়েছে।
সরজমিনে ঘুরে দেখা যায়, এখানকার ছোট বড় কাপড়ের দোকান গুলোতে বিভিন্ন শীতের পোশাক সাজিয়ে রেখেছে। বিক্রেতারা জানাই তাদের মার্কেট সব ধরনের পেশাজীবীর মানুষ সাধ্যমতো কম মূল্যের শীতবস্ত্র ক্রয় করতে পারবেন। হকার্স মার্কেট ঘুরে দেখা যায়, শিশু, নারী, পুরুষসহ সব বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে এসব দোকানগুলোতে।
কোর্ট, জ্যাকেট, লংকোর্ট, উলের কোর্ট, শর্টকোর্ট, শর্ট জ্যাকেট সব বয়সী মানুষের জন্য সোয়েটার, মাফলার, হাত ও পা মোজা, মাথার টুপি, কানের ব্যান্ড জ্যাকেট, কোট, কম্বলসহ সকল প্রকারের গরম কাপড়, ছেলে-বুড়ো, নারী-পুরুষের কম দামে ভালো দেশি-বিদেশি গরম কাপড় পাওয়া যায়।তবে এই বছর গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে শীত কম আসার কারণে এবছর কেনাকাটা তেমন ভালো না বলছেন বিক্রেতারা।
রাসেল নামের এক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় এই বছর অন্য বছরের তুলনায় শীত কম থাকায় তাদের মার্কেটে লক্ষ লক্ষ টাকার মাল বদ্ধ হয়ে আছে। তবে তাদের আশা এই বছর শীত দেরিতে হলেও শীত আসবে প্রতিবছরের মতো এবারও ব্যবসা ভালো হবে বলে মনে করছেন রহনপুর হকার্স মার্কেট এর ব্যবসায়ীরা