অন্যান্য

উত্তরবঙ্গের রহনপুরে সবজি ক্রেতাদের মন ভরছে খুশিতে 

  প্রতিনিধি 6 January 2025 , 11:20:24 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার হোসেন

গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি

 

উত্তরবঙ্গের জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কাঁচা বাজার,

কিছু দিন আগে বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি। নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে ছিল সবজি ক্রয়। যা নিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না। তবে গত ২ থেকে ৩ সপ্তাহ ধরে বাজারে কিছু টা কমেছে সবজির দাম। সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন সবজি কেনায়। তবে কয়েক ধরনের সবজির মৌসুম এখন না হওয়ায় নির্দিষ্ট সেসব সবজির দাম এখনো বাড়তি ।

 

রহনপুরে সোমবার সাপ্তাহিক কাঁচা বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০,১৫ গাঁজর প্রতি কেজি ৪০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ১০,১২টাকা, ফুলকপি প্রতি পিস ৮ -১৫ টাকা, মিষ্টি কুমড়া ২০ কেজি টাকা , টমেটো প্রতি কেজি ২৫-৩০ টাকা, শসা প্রতি কেজি ৪০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ৪০ টাকা, মুলা ১০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা, নতুন আলু প্রতি কেজি, ৩৫ টাকা ও পেয়াজ ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

কাঁচা বাজার করতে আসা ক্রেতারা জানান কিছুদিন আগেও সবজির দাম ছিল আকাশ ছোঁয়া, সেই তুলনায় এখন সবজির দাম কমেছে। তবে এখনো কিছু কিছু সবজির দাম বাড়তি রয়ে গেছে, যদিও বিক্রেতারা বলছেন— এখন এই সবজিগুলোর মৌসুম নয়। বাকি সবজিগুলোর দাম তুলনামূলক কম।

 

তিনি আরও বলেন, এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে। বিগত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ঠিকই, তবে দু-এক বছর আগে শীতের সময় সবজির দাম আরও কম থাকতো। তারপরেও কিছুদিন আগের চেয়ে সবজির দাম তুলনামূলক অনেকটাই কমে এসেছে।

 

সবজি বিক্রেতারা জানান এবছর জেলায় শীত মৌসুমে কাঁচা সবজি বেশি উৎপাদন হওয়ায় বাজারে সবজি গুলোর দাম অনেক কম থাকায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ