অন্যান্য

উত্তরবঙ্গের সর্বশেষ রহনপুর রেল স্টেশন থেকে কোনো পণ্য ছাড়াই ছেড়ে গেলো সবজি পরিবহনের ট্রেন

  প্রতিনিধি 27 October 2024 , 2:29:09 প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন,

গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

দেশের উত্তরবঙ্গ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় অবস্থিত সর্বশেষ রেল স্টেশন রহনপুর থেকে কোনো পণ্য ছাড়াই ছেড়ে গিয়েছে পণ্যবাহী স্পেশাল ট্রেন। আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে জেলার রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শরু করে ট্রেনটি। তবে এই ট্রেনে কোনো চাষি তাদের সবজি পরিবহন করেননি। ফলে প্রথমদিন ট্রেনটি ছেড়েছে কোনো প্রকার পন্য ছাড়াই।

রহনপুর এলাকার বাসিন্দা সবুর বলেন, পিকআপের থেকে ট্রেনের ভাড়া কম। তবে ট্রেনে পরিবহন করতে এই ভাড়ার পাশাপাশি কুলি খরচ, ফসলের মাঠ থেকে স্টেশন এবং স্টেশন থেকে মোকামের আলাদা পরিবহনে খরচ পড়ে যাচ্ছে কেজিপ্রতি ৩ টাকার বেশি। অথচ সড়কপথে ট্রাকে মাল পরিবহন করতে তাদের খরচ হয় কেজিপ্রতি দুই থেকে আড়াই টাকা।
অপর দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে পূর্ব দিকে অবস্থিত পলি নেট হাউস এর পরিচালক শামীম হোসেন জানান রহনপুর থেকে ঢাকা গামী পন্যবাহী ট্রেন সম্বন্ধে তিনি কিছুই জানেন না তবে উনি মনে করে রহনপুর থেকে ঢাকা তার উৎপাদিত ফসল পরিবহনের জন্য নিরাপদ ও স্বল্প ব্যয়ের নির্ভরযোগ্য পরিবহন হলো রেলপথ ।
বিভিন্ন সবজি চাষিরা সহ খুচরা ক্রেতা বিক্রেতাদের দাবি পুনরায় ট্রেনটি যেন নিয়মিত চলাচল করে
রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুনুর রশিদ বলেন, রাতে পণ্যবাহী স্পেশাল ট্রেনটি রহনপুর স্টেশনে এসেছিল। সকাল ৯টা ১৫ মিনিটে কোনো কৃষিপণ্য ছাড়াই ট্রেনটি ছেড়ে গেছে। এই ট্রেনে কেউ কোনো সবজি পরিবহন করেননি। জেলার আমনুরা স্টেশন দিয়ে ১৩টি স্টেশনে যাত্রাবিরতি করে বিকেল ৫টা ২০ মিনিটে তেজগাঁও স্টেশনে থামবে ট্রেনটি। এতে প্রতি কেজি কৃষিপণ্যে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ