প্রতিনিধি 19 August 2025 , 4:07:41 প্রিন্ট সংস্করণ
দেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে সোমবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে একটি মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ১ নম্বর ওয়ার্ড বিএনপি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজউদ্দিন আফাজ। স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা সভায় তুলে ধরেন, যার মধ্যে কিশোর গ্যাংয়ের উৎপাত ও এলাকায় মাদকের ছড়াছড়ি অন্যতম।
সব অভিযোগ ও মতামত মনোযোগ সহকারে শোনেন বিএনপি নেতা মুহাম্মদ আফাজউদ্দিন আফাজ। তিনি বলেন, “কিশোর গ্যাং দমনে প্রশাসন কাজ করছে। তবে আমাদেরও সচেতন থাকতে হবে। যখন বহিরাগতরা দল বেঁধে মোটরসাইকেলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের অংশগ্রহণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরামর্শ নিয়েই জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।” ঢাকা-১৮ আসনের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মুহাম্মদ আফাজউদ্দিন আফাজ বলেন, “এই এলাকায় একাধিক হাসপাতাল থাকলেও ক্যান্সারসহ জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য কোনো বিশ্বমানের হাসপাতাল নেই। বিএনপি সরকার গঠন করলে, তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—এখানে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণ করব, ইনশাআল্লাহ।”