আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার মাল্টিলঞ্চার মিসাইল নিক্ষেপ, ইসরায়েলকে ‘মানবতার শত্রু’ বললো পিয়ংইয়ং

  প্রতিনিধি 19 June 2025 , 6:47:52 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়া ফের সামরিক শক্তি প্রদর্শন করল। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিম দিকে একযোগে ১০টি মাল্টিলঞ্চার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

যদিও এই ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ, তবে তারা ধারণা করছে এগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী উত্তর কোরিয়ার এ ধরনের অস্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকলেও, দেশটি বহুদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে নিয়মিত মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

এদিকে, ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত বিশ্বে উত্তরের আরেকটি বারুদ ছুড়েছে উত্তর কোরিয়া এবার শব্দ দিয়ে।

ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এক কড়া বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, “ইরানের ওপর ইসরায়েলের বিমান হামলা মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ। এটি ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।”

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিসিএনএ-তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল আজ মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো একটি সত্তা। তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় পুরো অঞ্চলে আগ্রাসনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এতে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা চরম হুমকির মুখে।

স্মরণযোগ্য যে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে একাধিক সামরিক ও পরমাণু স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। এতে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। পাল্টা প্রতিশোধে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালায়।

এই পাল্টাপাল্টি আক্রমণ এখন পর্যন্ত টানা ছয় দিন ধরে চলছে এবং এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ংকর রূপ নিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এমন অবস্থান এবং মিসাইল উৎক্ষেপণ কেবল কোরীয় উপদ্বীপেই নয়, বরং পুরো আন্তর্জাতিক অঙ্গনেই এক নতুন চাপ সৃষ্টি করতে পারে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে