উত্তর ধুরুং ও আলী আকবর ডেইল ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন হস্তান্তর
কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ও আলী আকবর ডেইল ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৮ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। তিনি বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রণীত হওয়ায় এই প্রতিবেদনগুলো বাস্তব পরিস্থিতি তুলে ধরেছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের পরিকল্পনা গ্রহণ এবং বাজেট বরাদ্দে এগুলো কার্যকর ভূমিকা রাখবে।” তিনি দুর্যোগ মোকাবিলায় সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব অসীম কুমার দাস বলেন, “দুর্যোগ ঝুঁকি হ্রাসে নির্ভুল তথ্যভিত্তিক পরিকল্পনা অপরিহার্য। এই প্রতিবেদনগুলো সেই পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।”
উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাত ঝুঁকির মুখে পড়েছে। এই প্রতিবেদন কৃষকদের সহনশীল চাষাবাদে অনুপ্রাণিত করবে এবং আগাম প্রস্তুতির দিকনির্দেশনা দেবে।
অপরদিকে, আলী আকবর ডেইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ফসলি জমির পাশাপাশি শিক্ষা খাতও ক্ষতিগ্রস্ত হয়। ঝুঁকি হ্রাস পরিকল্পনায় শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করলে সচেতন ও প্রস্তুত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী জয়নাল আবেদীন জানান, এই কর্মসূচি নারীর নেতৃত্বে দুর্যোগ সহনশীলতা তৈরিতে কাজ করছে। ঝুঁকি নিরূপণ প্রক্রিয়ায় নারীর সক্রিয় অংশগ্রহণ এটিকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করেছে।
অনুষ্ঠানে দুই ইউনিয়নের জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক দল এবং উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং দুর্যোগ মোকাবিলায় সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।