প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৪:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৩:২৪ পি.এম
উদয়ের উপর হামলাকারি ১নং আসামি মোজাম্মেল খাঁন গ্রফতার

তোফাজ্জল ইসলাম
গত ১৮/০২/২০২৫ খ্রিঃ সন্ধ্যার সময় সেলিমগঞ্জ বাজার হইতে নিজ বাড়ীতে আসার পথে সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় আমিরুল মিয়ার বাড়ীর সামনের রাস্তায় আসামাত্রই উদয়ের উপর অর্তকিত হামলা চালায়। উদয়ের কাছে ব্যবসার টাকা পয়সা,মোবাইল, ঘড়ি সহ যাবতীয় জিনিস পত্র নিয়ে যায়। হামলাকারীরা লোহার রড, লোহার শাবল, লাঠি দিয়ে মারধর করে, প্রাণে মারা চেষ্টায় থাকে লিলাফুলা ও জখম করে। মাথায় আঘাত করায় সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এমতাবস্থায় তাহার বন্ধু আসমাউল ইসলাম লোক জনের ভীর দেখে কাছে গেলে উদয়ের ক্ষতবিক্ষত দেহ রক্ষা করে ও চিৎকার করে লোকজনকে জমায়ত করে। তাৎক্ষণিকভাবে উদয়কে নিকটস্থ জামালগঞ্জ সদর হাসপাতালে আনলে ডিউটিরত চিকিৎসক তারা সব কিছু চেকাপ করে ভর্তি আদেশ করেন। সাক্ষী আসমাুল জানান যে যদি সঠিক সময়ে আমি উপস্থিত না থাকতাম তাহলে উদয় কে প্রাণে মেরে ফেলত। আমি মারধরে বাধা দেওয়াতে আমাকেও তারা মারদর করে।
বিবাদীগন গ্রামের কারো সাথে যোগাযোগ না করায় তারা জামালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। নিম্নের
১। মোজাম্মেল খাঁন (৪২), পিতা-
মৃত চাঁন মিয়া, ২। আমিরুল মিয়া (৩৫), পিতা- মৃত ফজলু হক, ৩। কাদিল মিয়া (৫৫), পিতা-মৃত সুরুজ আলী, ৪। মুরছালিন মিয়া (২৫), পিতা-আমিরুল মিয়া ৫। পারভেজ মিয়া (২২), পিতা-তাজ ইসলাম, ৬। মোতাব্বির হোসেন জয় (২৩), পিতা-আমিরুল মিয়া, ৭। ফখরুল মিয়া (৩৫), পিতা- ফজলু হক, ৮। মুহিবুর রহমান (২২), ৯। জাহাঙ্গীর মিয়া (২৫), উভয় পিতা-মৃত মালু মিয়া, ১০। তাজ ইসলাম (৫০), ১১। মমিন মিয়া (৩০), ১২। জহিরুল মিয়া (৩৩), উভয় পিতা-ফজলু হক, ১৩। শাফিউল মিয়া (২২), পিতা-ফখরুল ইসলাম, ১৪। দ্বীন ইসলাম (৩৭), পিতা-কাদিল মিয়া, ১৫। সবুজ মিয়া (২৫) পিতা- ফজলু হক, সর্ব সাং-
শান্তিপুর, ০৩ নং ফেনারবাঁক ইউপি, থানা- জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।আসামিগনকে দোষী সাবস্ত করে মামলা দায়ের করেন।
উদয়ের মা - বাবা আত্মীয় স্বজন উদয়ের হামলাকারী সকল আসামির সর্বোচ্ছ শাস্তির দাবি জানান
ঘটনার ৫ম দিন, ২৩-০২-২০২৫ তারিখ রোজ রবিবারে ১নং আসামি মোজাম্মেল খাঁন (৪২), কে গ্রেফতার করেন জামালগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ প্রেরণ করা হয়।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.