অন্যান্য

উপজেলা প্রশাসনের আয়োজনে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা।

  প্রতিনিধি 29 December 2024 , 7:19:10 প্রিন্ট সংস্করণ

 

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি :

 

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১০:৩০ মিনিটে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান,রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং ছাত্র প্রতিনিধিগন।

সভায় তারুণ্যের উৎসবকে অধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বিবেচনায় এর সফলতায় সর্বোচ্চ চেষ্টা করার বিষয়ে ঐক্যমত পোষন করেন সকলে।

উৎসব চলাকালীন বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা,বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মশালা আয়োজনের প্রস্তুতি গ্রহনে একাধিক উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় সরকারি কর্মকর্তারা সহ বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাব সভাপতি প্রবীন শিক্ষক ও সাংবাদিক এনায়েত করিম,উপজেলা প্রেসক্লাব সভাপতি মো:মহসিন,ইসলামি ছাত্র আন্দোলন নেতা মুসা,ছাত্র প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ।

আগামী ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত দেশব্যাপী তারুণ্যের উৎসব পালিত হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ