অন্যান্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ মাস অনুপস্থিত অফিস সহায়ক

  প্রতিনিধি 17 March 2025 , 5:26:28 প্রিন্ট সংস্করণ

আনোয়ার সাঈদ তিতু

 

 

দীর্ঘ সাত মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মাসুদ রানা নামের এক অফিস সহায়ক (এমএলএসএস)।

 

কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশকে উপেক্ষা করে ২০২৪ সালের ৩১ আগস্টের পর থেকে তিনি একদিনও অফিসে আসেননি।

 

খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধা জেলা সদরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়ার ছেলে মো. মাসুদ রানা। পিতার মুক্তিযোদ্ধা কোটায় ২০১০ সালে অফিস সহায়ক (এমএলএসএস) পদে চাকরি পান। ওই সালের ৩ অক্টোবর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন তিনি। দীর্ঘদিন বিভিন্ন স্টেশনে চাকরি করে পূর্বের কর্মস্থল সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হয়ে ২০২৩ সালের জুলাই মাসে তিনি চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে কারণে-অকারণে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও বর্তমানে প্রায় ৭ মাস ধরে কর্মস্থলে আসছেন না মাসুদ রানা। এরই মধ্যে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নিকট তিনি বিভিন্ন অজুহাতে বেশ কিছু অর্থ ধার নিয়েছেন বলেও জানা গেছে।

 

হাসপাতাল সুত্র জানা যায়, ২০২৪ সালের আগস্ট মাসে ১০ দিনের বেশি সময় ধরে ছুটি কিংবা অনুমতি ছাড়াই অফিসে অনুপস্থিত ছিলেন মাসুদ রানা। এরপর ১৮ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অফিসে দস্তখত করলেও ১ সেপ্টম্বের থেকে তিনি নিরুদ্দেশ। অফিস বিভিন্নভাবে তার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পায়নি। প্রায় ৭ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কর্তৃপক্ষ তাকে ২০২৪ সালের ১৭ অক্টোবর, ৩০ নভেম্বর ও ২০ ডিসেম্বর তারিখে ৩ দফায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করলেও তিনি কোনো জবাব দেননি।

 

প্রায় সাত মাস ধরে অনুপস্থিত অফিস সহায়ক মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

 

হাসপাতালের হিসাবরক্ষক মো. শামসুর রহমান জানান, অফিস সহায়ক মাসুদ রানা গত বছরের ১ সেপ্টেম্বর তারিখ থেকে অনুপস্থিত থাকায় বর্তমানে তাকে মাসিক বেতন দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে একজন অফিস সহায়ক না থাকায় কাজে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।

 

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, অফিস সহায়ক মাসুদ রানা কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়ে তাকে তিনবার কারণ দর্শানোর নোটিশ দিয়েও তার কোনো জবাব পাইনি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ