মোঃ মিন্টু মিয়া,
বিশেষ প্রতিনিধি:
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে প্রথম ম্যাচে মোনাকোর কাছে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। সে ম্যাচে গ্যালারিতে কাতালান সমর্থকরা এক অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়। যার ফলশ্রুতিতে উয়েফা বার্সেলোনাকে বড় শাস্তি দিয়েছে। পরবর্তী ম্যাচে বার্সেলোনাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করেছে সংস্থাটি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইউরোপীয় ফুটবেলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা) এই রায় জানিয়েছে। উয়েফার গভর্নিং বডি চ্যাম্পিয়নস লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে দর্শকদের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বার্সাকে। মোনাকোর দর্শকদের উদ্দেশ্য করে কাতালান সমর্থকরা বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণের প্রমাণ পেয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
এর আগেও চ্যাম্পিয়নস লিগের শেষ মৌসুমে একইভাবে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। গত এপ্রিলে পার্ক দে প্রিন্সেসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিজ সমর্থকদের বর্ণবাদী আচরণ ও নাৎসি স্যালুট দেয়ার কারণে বার্সাকে ২৫ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা।
ফ্লিকের দলটির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার প্রয়োগ ঘটবে আগামী ৬ নভেম্বর। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সেদিন তারা রেড স্টার বেলগ্রেডের মাঠে সফরকারী হিসেবে খেলতে নামবে। নিষেধাজ্ঞার ফলে সেদিন মাঠে কোনো দর্শক ছাড়াই খেলতে নামবে বার্সেলোনা। এ ছাড়া একই অপরাধে ক্লাবটিকে ১০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফার ডিসিপ্লিনারি জজ।
এক বছরের একই ঘটনা আবারও ঘটলে ইউরোপীয় প্রতিযোগিতায় আরেকটি ম্যাচে টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা পাবে বার্সেলোনা। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে হারের সঙ্গে দ্বিতীয় ধাক্কা হিসেবে এলো এই নিষেধাজ্ঞা ও জরিমানা।