নওয়াপাড়া অফিসঃ
যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো "আল হিকমা বিজ্ঞান মেলা ২০২৫"। উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নেয় এলাকার গুরুত্বপূর্ণ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার (২১জুন) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ মেহেদী হাসান। মোঃ সিয়াম হোসেন ও তামান্না তানভীন তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজ যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাগর দত্ত, ছাত্র শিবির খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এবং নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া জিসান।মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও গবেষণা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে। পরে সেরা প্রকল্প উপস্থাপনকারীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ আয়োজনকে ঘিরে অভয়নগরের শিক্ষা ও বিজ্ঞানের অঙ্গনে ইতিবাচক সাড়া পড়ে এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।