প্রতিনিধি 2 July 2025 , 11:26:53 প্রিন্ট সংস্করণ
কামরুল হাসান
তিস্তা সেতুর উত্তর প্রান্তে দাঁড়িয়ে থাকা ধনুক আকৃতির অপূর্ব এক আর্চ ব্রিজ। অনেকটা ঢাকার হাতিরঝিল ব্রিজের আদলে নির্মিত এই স্থাপত্য যেন প্রকৃতি আর প্রযুক্তির নিখুঁত মিলন। আর এই ব্রিজের একদম গা ঘেঁষে যে মোড়টি তার নাম ‘শহরের মোড়’। এই নামকরণ কোনো পরিকল্পনাবিদ বা প্রশাসনিক সিদ্ধান্তের ফসল নয়। এটি এক সাধারণ অথচ অসাধারণ মানুষের অবদান।তিনি শহর আলী একজন নিরব, পরিশ্রমী, অথচ স্থানীয় ইতিহাসে উজ্জ্বল এক নাম।
যখন চারপাশে জনমানবহীনতা, ছিল না কোনো দোকান পাট বা চলাচলের সুবিধা তখন শহর আলী চাচা নিজের হাতে গড়ে তুলেছিলেন একটি ক্ষুদ্র দোকান।স্থানীয়দের ভরসার জায়গা ছিল সেই দোকান, আর সময়ের প্রবাহে সেই দোকানের পাশে জমা হতে থাকে মানুষ, আড্ডা, গল্প আর স্মৃতি।
ধীরে ধীরে মোড়ের সৃষ্টি, এবং সেই মোড়ই পরিণত হয় ‘শহরের মোড়’ নামে শুধু একজন মানুষের নামকে ঘিরে।আজ তিস্তা সেতু যেমন মানুষের গন্তব্যের সেতু, তেমনি শহর আলী চাচা হয়ে উঠেছেন স্মৃতির সেতু।
শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা শহর চাচার প্রতি।আপনার মতো মানুষেরাই আমাদের মাটিকে ইতিহাস করে তোলে।