অন্যান্য

একাকিত্বের গল্প  

  প্রতিনিধি 12 December 2024 , 2:54:37 প্রিন্ট সংস্করণ

 

কবিঃ সানজিদা বিনা,ঢাকা

 

 

আমি যখন খুব একাকী হয়ে যাই।

তখন নিজেকে খুঁজে পাই।

নিজের মধ্যে।

তবে এটাও ঠিক।

তুমি যতক্ষণ পর্যন্ত না।

 

একেবারে একা হয়ে পড়ছো।

ঠিক ততক্ষণ পর্যন্ত তুমি।

বুঝতে পারবে না।

তুমি কাউকে মন থেকে ,

ভালবাসতে।

 

আমি একা থাকি কারণ।

আমার একা ভালো লাগে।

আমি তোমাকে তখনই।

ভালোবাসবো যখন তুমি,

আমার একাকিত্বের থেকে।

সুন্দর হবে।

 

সবাই শুধু বলে একদিন,

সব ঠিক হয়ে যাবে।

সময়ের সাথে সাথে।

আসলে এই কথাটির ,

অর্থ হল।

 

ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে।

আর মাথায় হাত বুলিয়ে দিয়ে ,

বলবে, আসলে তুমি ,

আমাদের অনেক শখের ,

একটা মানুষ ছিলে।

 

তবে এই পৃথিবীতে আমার কিছু

প্রিয় মানুষ ছিল,

যাদের কথা আমার

প্রতিদিন মনে পড়ে।

তবে আশ্চর্যের বিষয় হলো,

 

তাদের সাথে আমার কোন

যোগাযোগ নেই।

কোন কথাও হয় না।

ভুল করেও দেখা হয় না।।

 

কেন এমন নিরাশা হয

সবকিছুতে।

কেউ কি বলতে পারবে ?

তবে আমি কি জানি?

বোধ হয়!!

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ