অন্যান্য

এক মাস ধরে নিখোঁজ রাফাত, শোকে স্তব্ধ আশুগঞ্জের সওদাগর পরিবার।

  প্রতিনিধি 6 June 2025 , 6:00:04 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদেকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হানিফ সওদাগরের পরিবারে এখন শুধুই কান্নার রোল। গত ৩রা মে, একমাত্র ছেলে রাফাত সওদাগর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দেখতে দেখতে পেরিয়ে গেল একটি মাস, কিন্তু এখনও মেলেনি রাফাতের কোনো সন্ধান। ছেলের শোকে রান্না-খাওয়া, ঘুম—সবই যেন বন্ধ হয়ে গেছে এই পরিবারটিতে। ঈদের আনন্দ যেন তাদের কাছে ফিকে হয়ে গেছে।

 

ছেলের শোকে হানিফ সওদাগর এবং তার স্ত্রী খাওয়া-ঘুম সব বন্ধ করে দিয়েছেন। তিন মেয়ে আর এক ছেলের সুখের সংসারে হঠাৎই যেন বিষাদের কালো মেঘ নেমে এসেছে। সামনে ঈদ, কিন্তু রাফাতের অনুপস্থিতিতে তাদের বাড়িতে ঈদের কোনো আমেজই নেই। বরং, প্রতিটি মুহূর্ত কাটছে গভীর উৎকণ্ঠা আর আশঙ্কায়।
পরিবার সূত্রে জানা গেছে, রাফাত কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। এই বিষয়টিই তাদের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। তারা বলছেন, রাফাত যদি স্বেচ্ছায়ও কোথাও চলে গিয়ে থাকে, তার মানসিক অবস্থার কারণে সে হয়তো নিজের খেয়াল রাখতে পারছে না।

হানিফ সওদাগর, একজন সাধারণ ব্যবসায়ী। তাঁর একমাত্র ছেলে রাফাত ছিল তাঁদের সব স্বপ্ন আর আশার কেন্দ্রবিন্দু। গত ৩রা মে বিকেলে রাফাত বাড়ি থেকে বের হয় বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে। এরপর থেকেই সে নিখোঁজ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও যখন কোনো সন্ধান মেলেনি, তখন আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাফাতের বাবা।

 

এই হৃদয়বিদারক ঘটনা আশুগঞ্জে শোকের ছায়া ফেলেছে। এলাকাবাসীও রাফাতের দ্রুত সন্ধান কামনা করছেন এবং সওদাগর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। সকলের একটাই প্রার্থনা, দ্রুত যেন রাফাত তার পরিবারের কাছে ফিরে আসে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ