অন্যান্য

এডিএম বললেন লাকী কুপন নিষিদ্ধ 

  প্রতিনিধি 18 February 2025 , 9:22:44 প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ সেলিম, প্রতিনিধি (ঈদগাঁও উপজেলা) 

ঈদগাঁওয়ে নিষিদ্ধ লটারি বিক্রি করে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে জনগণের টাকা

কক্সবাজারের ঈদগাঁওয়ে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার নিষিদ্ধ লটারি আরোহী লাকী কুপন বিক্রি করে জনগণের টাকা হাতিয়ে চিহ্নিত প্রতারক চক্র।

রবিবার সন্ধ্যায় ঈদগাঁও বাজার শাপলা চত্বরে এ কার্যক্রমের দেখা মিলে।

লটারি বিক্রিতে জড়িত যুবককে এ নিষিদ্ধ লটারি লাকী কুপন বিক্রির বিষয় জানতে চাইলে সে দৈনিক বেতনে রুহুল আমিন নামের এক ব্যক্তির হয়ে এসব বিক্রি করছেন বলে জানান। ঐসময় দেখা যায় জালা বাদ পরিষদের এক চৌকিদার তার থেকে টাকা আদায় করছে।

পরে সাক্ষাৎ এ রুহুল আমিনের কাছে নিষিদ্ধ লটারি লাকী কুপন বিক্রির বিষয়ে জানতে চাইলে সে নিষিদ্ধ নয় দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমাকে এ বিষয়ে অবগত করলে তিনি ব্যবস্থা নিবেন জানান।

উল্লেখ্য, বিগত ৮ জানুয়ারি কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায় আরোহী লাকী কুপন লটারি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু এরপরও ঈদগাঁওয়ে চক্রটি প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজার ও স্টেশনে মাইকিং করে প্রকাশ্যে ডিজিটা জুয়া এ লাকী কুপন বিক্রি করে প্রতিদিন সাধারণ জনগণের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে নিষিদ্ধ চক্রটি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমানকে অবগত করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন।

সচেতন জনগণ এ প্রতারক লাকি কুপন চক্রকে আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।রিপোর্ট লিখা পর্যন্ত উপজেলা এবং থানা প্রশাসন জেনেও কোন ব্যবস্থা নেননি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ