মোঃ খালেকুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে সৈয়দপুরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ব্যক্তিত্ব ও সৈয়দপুরের কৃতি সন্তান শেখ সাদ কমপ্লেক্স এবং রয়েল ইফা গ্রুপের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শেখ সাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আলিম মিন্টু এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়া, মাসুদ তালুকদারের সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢাকা হাইকোর্টের আইনজীবী এ্যাডভোকেট হারুন অর রশিদ ও এ্যাডভোকেট আবুল কালাম খান।
সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেন, “রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়া প্রয়োজন। বিলম্ব হলেও অন্তবর্তীকালীন সরকারের বোধোদয় হয়েছে, যার ফলে নির্বাচন কমিশন অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে।”
তিনি আরও বলেন, “স্থানীয় সরকার মূলত জাতীয় সরকারের সহযোগী প্রতিষ্ঠান। তাই নির্বাচিত জাতীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, তারা বিষয়টি সঠিকভাবে বুঝতে পারছে না। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে এমন হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।”
বিএনপির জনপ্রিয়তা নিয়ে তিনি বলেন, “বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তবে জনগণ অবশ্যই বিএনপির প্রতি আস্থা রাখবে এবং সরকার গঠনে সহযোগিতা করবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।”
পরে অতিথিবৃন্দ সৈয়দপুর শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন শেখ সাদ কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তাদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং আপ্যায়নের আয়োজন করা হয়। এরপর বিএনপি নেতৃবৃন্দ দিনাজপুরের উদ্দেশ্যে সড়কপথে রওনা হন।