ঘাটাইল প্রতিনিধি,,
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এবার ফসলের বাম্পার ফলন আশা করা যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতি কৃষিতে নির্ভরশীল কিন্তু কৃষকের ভোগান্তির শেষ নেই, কেননা দিন দিন দ্রব্যমূল্যের উর্ধগতিতে প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে মানুষ,যে কারণে নুতন নুতন
সমস্যা পড়ছে সাধারণ শ্রমজীবি মানুষ
একেতে জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ুর বৈরী
আক্রমনে কৃষিতে বিপর্যয় হচ্ছে বহুদিন যাবৎ,এ বছর দেশের বহুস্থানে বন্যায় কবলে
নষ্ট হয়েছে কৃষকের সোনার ফসল ও পুকুরের মাছ অনেকের গৃহ পালিত পশু । কুমিল্লা ফেনি নোয়াখালী এবং উত্তর বঙ্গের কিছু নিচু অঞ্চল যে কারণে অনেক এলাকার কৃষকের মুখে হাসি থাকলেও বন্যায় ক্ষতি গ্রস্থ এলাকার কৃষকের মুখ মলীন হয়ে আছে
পাশাপাশি এ বছর অনাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কৃষকের শাখ সবজির বাগান এমন
কারণে এ সময়ে একটি লাউয়ের দাম ১০০
থেকে ১২০ টাকা এবং মুঠা শাখ ২০টাকা যা পূর্বে ৫ টাকা ছিলো
এ বছর অন্য বছরের তুলনায় কাঁচা বাজার
মাছ এর দাম বেশী এবং ডিমের দামও ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে খামারী পোল্ট্রি চাষী গণ বলেন মুরগীর খাদ্য ফিড এর দাম
এমন পর্যায়ে গিয়ে উঠেছে এতে করে তারা
আর লাভের মুখ দেখতে পারবে না । এবং
আস্তে আস্তে কমে যাবে খামারী প্রকল্প গুলো
কাজেই এখন আমাদের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করতে আমাদের দীর্ঘ মেয়াদী
পরিকল্পনা ও বাস্তবায়নের দিকে আমাদের
মনযোগ বেশী দেয়া দরকার । এবং কৃষিতে
বিপ্লব আনতে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া উচিত তবেই একটি দেশ খাদ্যে
সয়ং সম্পূর্ণ হবে এবং মানুষের মনে আসবে
স্থির প্রশান্তি !!
এ সালাম চান তরফদার
ঘাটাইল প্রতিনিধি