অপরাধ

ঐশ্বরিয়া কন্যাকে নিয়ে ভুল খবরে গুগলকে আইনি নোটিশ

  প্রতিনিধি 4 February 2025 , 3:52:17 প্রিন্ট সংস্করণ

 

 

বিনোদন ডেস্ক।।

 

বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ১৩ বছর বয়সী কন্যা আরাধ্যা বচ্চন ভুল ও বিভ্রান্তিকর খবর ছড়ানোর অভিযোগে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন।

 

আরাধ্যা অভিযোগ করেছেন, তার স্বাস্থ্য সংক্রান্ত ভুয়া খবর এবং বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো হচ্ছে। এ ধরনের খবর তাকে এবং তার পরিবারকে মানসিকভাবে আঘাত করছে।

 

বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী, আদালত ইতোমধ্যেই আরাধ্যার আবেদনের ভিত্তিতে গুগল, বলিউড টাইমসসহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মকে নোটিশ পাঠিয়েছে। এই নোটিশে বলা হয়েছে, আরাধ্যা বচ্চন সম্পর্কিত ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও দ্রুত সরিয়ে নিতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে।

 

এর আগে ২০২৩ সালের এপ্রিলে, দিল্লি হাইকোর্ট গুগলসহ বেশকিছু ওয়েবসাইটকে নির্দেশ দিয়েছিল, আরাধ্যা সম্পর্কে থাকা ভুল তথ্য ও ভিডিও সরিয়ে ফেলতে। আদালত জানায়, এই ধরনের ভুয়া খবর ছড়ানো অনৈতিক এবং বেআইনি।

 

২০২৩ সালের শুনানিতে বিচারপতি সি হরি শঙ্কর এ ধরনের সংবাদ প্রকাশের কঠোর সমালোচনা করে বলেন, একজন কিশোরী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ার এই প্রবণতা নিন্দনীয়।

 

আরাধ্যা জানিয়েছেন, আদালতের আগের নির্দেশ সত্ত্বেও, এখনো অনলাইনে গুরুতর অসুস্থ বা মারা গেছেন—এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও এবং খবর রয়ে গেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ