সাকিব চৌধুরী চট্টগ্রাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ওচমানপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল গফুর।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসাইন চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ ইসমাইল, মাওলানা ইলিয়াস, আশরাফ উদ্দিন শাহীন, মোশারফ হোসেন, অহিদুল ইসলাম, ঈমাম হোসেন, কাজী সবুজ প্রমুখ।