স্পোর্টস ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে বাগে পেয়েওহেরেছে টাইগ্রেসরা। গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাত্তাই পেল না নিগার সুলতানা জ্যোতির দল।
শারজায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে আজ অধিনায়ক জ্যোতি ছাড়া তেমন কেউই রান পাননি। ৪৪ বলে ৪টি চারে ৩৯ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। এই রানের মাধ্যমে একটি মাইলফলকও স্পর্শ করে ফেলেছেন জ্যোতি। প্রথম নারী বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন নিগার সুলতান জ্যোতি।
দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন দিলারা আক্তার। ১৮ বলে ১৯ রান করে ফেলেন তিনি। ২২ বলে ১৬ রান করেন সোবহানা মোস্তারি। তাজ নেহার-স্বর্ণা আক্তাররা আউট হয়েছেন চরম ব্যর্থতা দেখিয়ে। ৪ ওভার বল করে মাত্র ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের সবচেয়ে সফল বোলার কারিশমা রামারাক।
১০৪ রানের লক্ষ্য অতিক্রম করতে কোনো বেগই পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ওপেনিংয়ে নেমে ২২ বলে ৩৪ রানের ইনিংসে কাজটি অনেক সহজ করে দেন অধিনায়ক হেইলি ম্যাথিউস। আরেক ওপেনার শেফানি টেইলর ২৯ বলে ২৭ রান করে রিটায়ার্ড হার্ট হন। তিনে নেমে শেমাইন ক্যাম্পবেল ১৬ বলে করেন ২১ রান। এরপর আর কোনো উইকেট হারায়নি উইন্ডিজ। জয়ের বন্দরে পৌছে যায় ৪৩ বল ও ৮ উকেট হাতে রেখে।