যশোর প্রতিনিধি
যশোরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউসে ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে হাঙ্গামার ঘটনায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম হাসান সনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সনি একইসঙ্গে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। গতকাল সোমবার (৭ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম হাসান সনিকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।" এছাড়া দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর বলেন, "কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার জন্য কোনো ছাড় নেই।"
রেস্ট হাউসে হাঙ্গামার সূত্রপাত
ঘটনার সূত্রপাত ঘটে গত ৩০ জুন সন্ধ্যায়। সেদিন যশোর পাউবোর পুরনো রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে ওসি সাইফুল ইসলাম এক নারী সঙ্গীকে নিয়ে ওঠেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেখানে প্রবেশ করেন। এই খবর পেয়ে ছাত্রদল নেতা সনি তার দলবল নিয়ে সেখানে হাজির হন। এরপর রেস্ট হাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কি, বাগ্বিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনার জেরে ঝিনাইদহের ওসি সাইফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনার তদন্তে জেলা পুলিশ তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে।
এই ঘটনা রাজনৈতিক অঙ্গন এবং স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।