প্রতিনিধি 22 September 2024 , 12:25:19 প্রিন্ট সংস্করণ
ক্রাইম রিপোর্টার
উখিয়া কক্সবাজার।
সরেজমিনে দেখা গেছে, ভালুকিয়া বনবিট এলাকায় সম্প্রতি অন্তত অদ্য শতাদিক নতুন ঘর উঠেছে। নির্মাণাধীন আছে আরো ১০-১৫ টি ঘর। প্রতিটি ঘর বানাতে গাছ কেটে উজাড় করে ফেলা হচ্ছে সংরক্ষিত বন। চাকবৈটা নামক এলাকায় প্রথমে পাহাড় কেটে মাটি সমান করে ঘর করার প্রস্তুতি চলছে, আব্বাস উদ্দিন নামের এক ব্যাক্তির। আব্বাস বলেন, বিট অফিসার কে ম্যানেজ করে সে একাজ করছে। তবে কি ভাবে ম্যানেজ করছে সে বিষয়ে জানায়নি। এর কিছু দূর আসলেই দেখা মিলে আরো দুইটি বাড়ি নির্মান হচ্ছে।
উল্লেখ : এর আগে বিট কর্মকর্তা ছৈয়দ আলম দুইটা বিটে দ্বায়িত্বে ছিলেন, সরেজমিন পরিদর্শনে দেখা মিলে, বউ বাজার ও হলদিয়া বিট এলাকায় অনেক বাড়ি ঘর নির্মান হয়েছে কথিত বিট কর্মকর্তা ছৈয়দ আলম কে টাকায় ম্যানেজ করে। অভিযোগ উঠেছে বিট কর্মকর্তা ছৈয়দ আলম স্হানীয় হওয়ার সে এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, তার রয়েছে একাধিক সোর্স যার মাধ্যমে সে টাকার লেনদেন করে বলে অভিযোগ পাওয়া যায়।
এ ব্যাপারে বনবিট কর্মকর্তা ছৈয়দ আলমের সাথে ফোনে কয়েক বার কল দেওয়া হলেও সে ফোন রিসিভ করেননি। তবে অন্য সংবাদকর্মী দ্বারা ফোন দেওয়া হলে তিনি বলেন, আমি ওখানে গিয়েছিলাম, আব্বাস একজন খারাপ লোক, তারপরও আমি আপনাদের নিরাশ করবো না আমি নিজে থেকে কিছু সম্মানী দিব। আপনি এখন নিউজ করিয়েন না। আমাকে দুইদিন সময় দেন।