অন্যান্য

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি 10 March 2025 , 10:55:10 প্রিন্ট সংস্করণ

Oplus_131072

নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে হিলডাউন সার্কিট হাউসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার মাত্র সাড়ে ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তারেকুল ইসলাম (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক ‘চুইল্যা তারেক’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে আগেও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।কক্সবাজার থাকার জায়গা
কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে তারেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী মার্কিন নারী এক ক্ষুদে বার্তায় পুলিশ সুপারকে পুরো ঘটনার বিবরণ দেন। বার্তায় তিনি জানান, সকাল ১০টার দিকে তিনি ও আরও এক নারী শহরের শহীদ সরণি দিয়ে হাঁটছিলেন। এ সময় তারা লক্ষ্য করেন, এক যুবক তাদের অনুসরণ করছে। বিষয়টি বুঝতে পেরে তারা হিলডাউন সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে পড়েন। এ সময় যুবকটি তাদের সঙ্গে কথা বলা শুরু করে এবং হঠাৎ পেছন থেকে ঝাঁপটে ধরে ভুক্তভোগী নারীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে দ্রুত পালিয়ে যায়।
ক্ষুদে বার্তায় মার্কিন নারী অভিযুক্ত যুবকের শারীরিক বর্ণনাও দেন। তিনি জানান, ছেলেটি খাটো এবং হলুদ রঙের টি-শার্ট পরা ছিল। পুলিশ দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে মাত্র সাড়ে ছয় ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারীও তাকে শনাক্ত করেন।
অভিযুক্ত তারেকুল ইসলাম কক্সবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে আগেও কক্সবাজার মডেল থানায় শ্লীলতাহানির মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

আরও খবর

ঢাকা রেল স্টেশন ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা: কর্মকর্তা সাময়িক বরখাস্ত

২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বেশি   রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হন বম জনগোষ্ঠি

মণিরামপুরে ছিনতাইকারী আটক ২

ওয়াকাথন,কল্যান রাস্ট্র নির্মানে তরুনদের মুক্ত আড্ডা সহ নানান আয়োজনে নলছিটিতে সমাজসেবা দিবস পালিত। 

আশুলিয়ায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র কর্মশালা অনুষ্ঠিত “

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

                   

জনপ্রিয় সংবাদ