অন্যান্য

কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবল আটক

  প্রতিনিধি 22 August 2025 , 3:38:44 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।

 

কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবারও আলোচনায় আসা এক ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কনস্টেবল মনিরুল ইসলামকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এই ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

 

শুক্রবার রাতে লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করে। জানা গেছে, মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং পরিচয় গোপন রেখে এই অবৈধ কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়।

 

পুলিশ মনিরুল ইসলামের কাছ থেকে তার সরকারি আইডি কার্ডও জব্দ করেছে, যেখানে তার নাম, পদবি এবং বিস্তারিত তথ্য রয়েছে। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাদকসহ ধরা পড়লে তা পুরো বাহিনীর জন্য কলঙ্কজনক।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন, আটক কনস্টেবল মনিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

অন্যদিকে, এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে প্রশ্ন তুলছেন, “আইন রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ