অন্যান্য

কক্সবাজার উখিয়ায় এবি পার্টির গণসমাবেশ

  প্রতিনিধি 7 November 2024 , 5:19:13 প্রিন্ট সংস্করণ

আবু বক্কর সিদ্দিক: উখিয়া কক্সবাজার

 

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সংকট শুনা যাচ্ছে। সীমান্ত দিয়ে মাদক ইয়াবা পাচারে রাজনৈতিক দলের ছত্রছায়া রয়েছে। শুধু মাত্র চেহারা পরিবর্তন হয়েছে , মাদক ব্যবসা বন্ধ হয়নি। এই চেহারা পরিবর্তন করে ফেন্সিডিল, ইয়াবা দিয়ে মিয়ানমারকে অবৈধ অস্ত্র দিয়ে রোহিঙ্গাদের হত্যা করে বাংলাদেশে পাঠানোর যে রাজনীতি করছেন এই রাজনীতি কোনভাবে সমর্থন যোগ্য না।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে উখিয়ার কোর্টবাজারে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত এক গণসমাবেশে একথা বলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার ফুয়াদ ।

 

তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা জানেন কারা কারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে। আপনাদের গোয়েন্দা সংস্থাদের বলেন কাদের ছত্রছায়ায় ইয়াবা, অবৈধ অস্ত্র আসতেছে। যে অস্ত্র দিয়ে আওয়ামী ফ্যাসিবাদিরা জুলাই- আগস্টে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। এই অস্ত্রের লুটপাট ও আমদানি বন্ধ করতে হবে। বাংলাদেশে ইয়াবার মার্কেট ৪৮ হাজার কোটি টাকার মার্কেট। যে টাকা দিয়ে দুইটা পদ্মাসেতু করা যেত। এই পরিমাণ টাকার ইয়াবা দিয়ে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে।

 

ব্যারিষ্টার ফুয়াদ আরও বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবার ব্যবসা বন্ধ হওয়া দরকার। হাসিনা, ওবায়দুল কাদেরের মামলায় পারিবারিক শত্রুতায় সাধারণ মানুষ আসামী হচ্ছে এখনো। চাঁদাবাজরা যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে সেই বাংলাদেশের জন্য আমরা কেন লড়াই করলাম। কেন আবু সাঈদ মুগ্ধ সহ হাজারো ছাত্র জনতা প্রাণ দিলো। সেই বাংলাদেশের জন্য তরুণরা কেন দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিলো আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ , আমরা সংস্কার চাই পরিবর্তন চাই।

 

অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ব্যরিষ্টার ফুয়াদ বলেন , দ্রুত বর্ডার নিয়ন্ত্রণের ব্যবস্থা নেন। রোহিঙ্গা যারা আসছে আলোচনার মাধ্যমে তাদের দেশে সম্মানের সাথে নিরাপত্তা দিয়ে ফেরত পাঠানোর উদ্দ্যোগ নেন। কারণ পাহাড় কেটে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের এই অঞ্চলে আশ্রয় দেয়ার মত সামর্থ্য আমাদের নাই।

 

এছড়া লবণ চাষীদের বেকার করে বিদেশ থেকে লবণ আনার চক্রান্ত চলছে বলে দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান তিনি।

 

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর কাশেম বলেন, অতীতের সরকার গুলো মুক্তিযুদ্ধের ঘোষণা পত্রে উল্লেখিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার উপেক্ষা করে দেশ পরিচালনা করেছে। যার কারণে দেশের লুটপাট সন্ত্রাস গুম-খুন ও হত্যা নির্যাতনের ঘটনা ঘটেছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এবি পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।

 

এসময় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক , কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল মামুন(রানা) , বাংলাদেশ লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট শাহাবুদ্দিন, কক্সবাজার জেলার যুগ্ম আহবায়ক ছৈয়দ করিম , উখিয়া উপজেলার আহবায়ক ছৈয়দ হোসাইন চৌধুরী, যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম খান, জাহাঙ্গীর আলম , বখতিয়ার আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান পরিচালনা করেন এবি পার্টির উখিয়া উপজেলা সদস্য সচিব জাহেদুল করিম।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ