সারাদেশ

কক্সবাজার টেকনাফে যৌথ অভিযানে ৫০হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক ৭

  প্রতিনিধি 10 April 2025 , 4:51:52 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন,(কক্সবাজার) জেলা প্রতিনিধি:

কক্সবাজার টেকনাফ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০এপ্রিল মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন ময়দানের ঘোলা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোট কোস্ট গার্ড আভিযানিক দলের থামার সংকেত অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল এক ঘন্টাব্যাপি বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে জালের ভিতর একটি বস্তায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ২৬নং৷ রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ফারুক (২০),, ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬),মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ (২২) কে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ