অন্যান্য

কচাকাটায় কারেন্ট শকে যুবকের মৃত্যু।

  প্রতিনিধি 14 April 2025 , 7:41:02 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম

 

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার

চরটেপারকুটি উত্তর পাড়া নিবাসী ডাক্তার আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন কারেন্ট শকে মৃত্যু বরণ করেন।

 

জানা যায়, নতুন বাড়িতে বিদ্যুৎ এর কাজ করতে গিয়ে শক খায়। এসময় তাকে সুস্থ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। অবশেষে তিনি মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

 

এলাকার লোকজন বলেন,ছেলেটি খুবই ভদ্র ও নম্র স্বভাবের ছিলো। দেখা হওয়ার সাথে ছালাম বিনিময় করতো। কথা কম বলতো। খুবই ভালো একটা ছেলে ছিলো। তারা সকলে ছেলেটির রূহের মাগফেরাত কামনা করে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ