অন্যান্য

কচাকাটায় মাদ্রাসাভিত্তিক পুলিশিং কার্যক্রমে সচেতনতার আলো ছড়ালো

  প্রতিনিধি 5 May 2025 , 7:02:21 প্রিন্ট সংস্করণ


কিশোর-কিশোরীদের নৈতিক উন্নয়নে ওসির অনুপ্রেরণামূলক বার্তা


প্রতিবেদক: মোঃ সফিকুল ইসলাম

কুড়িগ্রাম জেলার কচাকাটায় শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের নৈতিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হলো একটি বিশেষ পুলিশিং কার্যক্রম।

 

সোমবার (৫ মে) কচাকাটা থানা পুলিশের উদ্যোগে কেদার ইউনিয়নের পূর্ব খামার দাখিল মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভা।

 

আলোচনায় সমাজ সচেতনতা, মূল্যবোধ, নিরাপদ পরিবেশ, প্রযুক্তির সঠিক ব্যবহার, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকবিরোধী বিষয়ে খোলামেলা মতবিনিময় করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুল হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বর্তমানে অনেক কিশোর-কিশোরী ভুল পথে ধাবিত হচ্ছে। তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া, আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলা এবং সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব।”

 

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ ও সচেতন সমাজ গঠনে এমন উদ্যোগ নিয়মিত হওয়া উচিত।”

 

সভা শেষে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

 

মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা এই উদ্যোগকে সময়োপযোগী এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের আয়োজনে পুলিশ ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ