প্রতিনিধি 10 July 2025 , 1:07:01 প্রিন্ট সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা এলাকায় ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত এই পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৩২৮ জন শিক্ষার্থী। অপরদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আরও ২১৪ জন। সর্বমোট ৫৪২ জন শিক্ষার্থী এবারের পাবলিক পরীক্ষায় কৃতকার্য হয়েছেন।
এ উপলক্ষে শিরিষপুর মাদারগঞ্জ বশিরিয়া দাখিল মাদ্রাসা, কচাকাটা, কুড়িগ্রামের পক্ষ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানান, “এই সাফল্য আমাদের এলাকার শিক্ষা অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেন আরও ভালো ফলাফল করে, সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এদিকে অভিভাবক মহল, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে এই ফলাফল ঘিরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।