মোঃ সফিকুল ইসলাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নারায়নপুর এছাহাকিয়া দাখিল মাদরাসা মাঠে রমজান মোবারকের গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে মার্চ ২০২৫ইং মোতাবেক ২৫ রমাদান রোজ বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে নারায়নপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম, জামায়াত কর্মী মাওলানা নুর আমিনের কন্ঠে কুরআানুল কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, জনাব মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মান্নান মিঞা ও নাগেশ্বরী পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোঃ মকবুল হোসাইন।
এছাড়াও কচাকাটা থানা জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ আব্দুল বাতেন বিএসসি ও শিবিরের সাবেক সভাপতি জনাব মোঃ আলেপ উদ্দিন উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তাগণ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে রমাদান থেকে শিক্ষা গ্রহণ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তাগণ বলেন, কুরআনের রাষ্ট্র কায়েম হলে, বাংলাদেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, চুরি, ছিনতাই, লুন্ঠন, গুম, খুন, ধর্ষণসহ সকল প্রকার অশ্লীল ও অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে এবং সকলে তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে।
উপস্থিত আলেম-উলামা ও সামাজিক ব্যক্তিবর্গ সহ সকলের সহযোগিতায় শৃঙ্খলা পূর্ণ পরিবেশে ইফতার সামগ্রী বিতরণ করত দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।