কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জে মোছাঃ ছামিনা বেগম (৪০) নামে এক মহিলার বিষ পানে মৃত্যু ঘটেছে।
কচাকাটা ইউনিয়নের ভোটেরহাল্ল্যা গ্রামের মৃত নাদের আলীর কন্যা ছামিনা বেগমের ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। এলাকাবাসী জানান কয়েক বছর যাবত ছামিনা বেগমের স্বামী আলী আহাম্মেদ (৪৫) তার সাথে পারিবারিক ঝামেলা ছিল।
স্হানীয়রা জানান ছামিনার স্বামী তাকে মাঝে মধ্যে মারধর করেন। স্থানীয়রা মাঝে মধ্যে তাদের বাড়িতে ঝগড়ার খবর শুনতে পান। ঝগড়ার সময় আলী আহাম্মেদ তাকে নানা ভাবে গালিগালাজ করে।
ঘটনার দিন সকালে নানার বাড়ীর সম্পত্তির টাকাকে কেন্দ্র করে তার মাকে নিয়ে খারাপ প্রস্তাব দিলে এগুলো সইতে না পেরে ছামিনা বেগম শুক্রবার (১ আগষ্ট) সকাল ১০ টার দিকে ইঁদুর মারার বিষ খেয়ে ছেলের বউ সহ কাথা শিলাই করতে থাকে।
কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়লে গ্রাম্য ডাক্তার তার ফুফাতো ভাই তাকে মাইক্রো যোগে উন্নত চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী হাসপাতালে নেয়ার পথে কচাকাটা স্টানে মৃত্যু বরন করেন। নিহতের বড় ভাই রফিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করলে থানা থেকে এসআই মামুন সহ মহিলা পুলিশ সুরত শেষে ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে।