মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়ায় ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর নির্দেশনায় উপজেলার জলাতেতৈয়া ও ঘুগরার বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় জলাতেতৈয়া ও ঘুগরার বিলে ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন মাটি উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। এলাকায় অভিযান চালান সদ্য যোগদানকৃত এসিল্যান্ড মো. আবু নাছির। এ সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং কয়েকটি ড্রেজার মেশিনের প্রায় ৫০০ ফুট পাইপ ভেঙে দেওয়া হয়েছে। অভিযানকালে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় অর্থদণ্ড করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলায় সার্বিক সহযোগিতা করে কচুয়া থানা পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড মো. আবু নাছির।