অন্যান্য

কচুয়ায় এডহোক কমিটির নব নির্বাচিত সভাপতিকে ফুলের সংবর্ধনা

  প্রতিনিধি 24 August 2025 , 3:54:49 প্রিন্ট সংস্করণ

মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ শাহাদাত হোসেন মজুমদার।
ওই মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ ইশতিয়াক আহমাদের নেতৃত্বে শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর পক্ষে ফুলের সংবর্ধনা দেওয়া হয়।
মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি মোঃ শাহাদাত হোসেন মজুমদার বলেন শিক্ষার প্রসার কার্যক্রমে এগিয়ে নেওয়ার জন্য আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে চেষ্টা করব এই এলাকার শতভাগ শিক্ষিত করার। গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসাকে ফলাফলের দিক থেকে দেশের মধ্যে সুনাম বয়ে আনবে।
তিনি আরো বলেন আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় মাদ্রাসার শিক্ষক ও  এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আলমগীর হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেব মোহাম্মদ আবু বকর মজুমদার উজ্জ্বল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাক্তার মোঃ হানিফ মিয়া দুলাল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউল করিমসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ