অন্যান্য

কচুয়ায় জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে জামায়াতের গণ মিছিল

  প্রতিনিধি 5 August 2025 , 2:55:46 প্রিন্ট সংস্করণ

মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি।

জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে কচুয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জনতার ঢল নামে। মঙ্গলবার দুপুর ৩ ঘটিকায় কচুয়া আল ফাতেয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া গণমিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর কচুয়া উপজেলা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুহাদ্দিস আবু নছর আশরাফী।

গণমিছিলে অংশ নেয়া স্লোগান আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, আবু সাঈদ মুগ্ধ -শেষ হয়নি যুদ্ধসহ নানা স্লোগানে কচুয়া বিশ্বরোড হয়ে কচুয়া বাজার পল্টন দিয়ে কচুয়া ডাকবাংলার মোড় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জেলা জামাতের সূরা ও কর্ম পরিষদ সদস্য ও উপজেলা আমীর অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ’র সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, ২৪-এ ছাত্র জনতার জুলাই বিপ্লব কোনো চাঁদাবাজ বা লুটেরার দলকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি। ছাত্র জনতার বৈষম্যহীন দেশ বিনির্মাণে আসন্ন নির্বাচনে চাঁদাবাজদের বয়কট করে দাঁড়ি পাল্লা প্রতীককে জয়যুক্ত করার জন্য জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মাস্টার মোঃ সিরাজুল ইসলাম, পৌর আমীর মাওলানা শাহ মুহাম্মদ জাকিরুল্লাহ শাজুলি।

উপস্থিত ছিলেন উপজেলা সহ- সভাপতি ও ৭ নং সদর দক্ষিণ ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোঃ জসিম উদ্দিন মিয়াজী,উপজেলা সহ-সেক্রেটারি হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, ৬ নং ইউনিয়ন আমীর ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ এমদাদুল্লাহ, ৭ নং দক্ষিণ ইউনিয়ন অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান, ৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সুমন প্রধানীয়াসহ সকল ইউনিয়ন নেতাকর্মী প্রমুখ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ