প্রতিনিধি 27 July 2025 , 5:04:33 প্রিন্ট সংস্করণ
মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুর কচুয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯ টায় উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা
কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা সমাজ সেবা বিষয়ক কর্মকর্তা নাহিদুল ইসলামের প্রচেষ্টায় অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি প্রথমে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি রনী দত্তের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ন সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালানী কর্মকার, তান ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম,একাডেমি সুপার ভাইজার এ কে এম সোহেল রানাসহ আরো অনেকে।