অন্যান্য

কটিয়াদীতে ঘুমের ঔষধ খাইয়ে  স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

  প্রতিনিধি 16 November 2024 , 8:51:32 প্রিন্ট সংস্করণ

 

: নিজাম উদ্দীন

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাহীন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর সকালের কটিয়াদী পৌর সদরের শিমুলতলী এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহীন কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের তৈয়ব উদ্দিনের একমাত্র ছেলে।

জানা যায়, দুই বিয়ে করে পারিবারিক দ্বন্দ্ব থাকায় দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তারকে নিয়ে পৌর সদরের পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহীন৷ পরিবারের অভিযোগ দাম্পত্য কলহের জেরে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার ঘুমের ঔষধ খাইয়ে পরিকল্পিতভাবে শাহীনকে হত্যা করেছে।

এ ঘটনায় ঝর্ণা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম সাংবাদিক দের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা শহরে শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

S/KS

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ