কবিতা

কবিতাঃ- কতো পথ বাকি হে স্বাধীনতা? // কলমে-কৃতদাস-

  প্রতিনিধি 13 July 2025 , 5:54:28 প্রিন্ট সংস্করণ


কতো পথ বাকি হে স্বাধীনতা ?


হে স্বাধীনতা তোমার স্বাদ পেতে আজও শুনি হৃদয়ের হাহাকার-

হাজার যুবক তোমারে দেখিতে প্রাণ বিসর্জনে মায়ের কোল ছেড়েছে এ-বাংলার।

শুধু তোমারে দেখিতে কত ভাই হারিয়েছে বোন,

হে স্বাধীনতা আর কতো রক্তপ্রবাহে মিলবে তোমার দর্শন।

কতো পিতা হারিয়েছে শেষ অবলম্বন!

কতো মা হারিয়েছে কলিজা ছেড়া ধন, তুমি চেয়ে দেখো বাঙালির উদারতা,

শুধু একবার বলো-

তুমি আসতে আর কতো পথ বাকি হে স্বাধীনতা?

কতো নারী তোমারে দেখিতে নিজেকে সপেছিল বিরঙ্গনায়,

তবে কেন? সে সোনালী সকাল আজও রয়ে গেলো শুধু দীর্ঘতায়।

তুমি আসবে বলে হে স্বাধীনতা,

কতো যুবক প্রেমিকার হাত ছেড়েছিল স্বপ্ন বিসর্জনে,

তবু তুমি স্বার্থপরের মতো আজও রয়ে গেলে অন্ধকার নির্জনে।

আর কতো পথ বাকি হে স্বাধীনতা?

বলো আর কবে সমাপ্ত হবে তোমারে নিয়ে এ বাঙালীর মিছে স্বপ্নগাথা?

তবে কি ভেবে নেবো?

জীবন উৎসর্গে শহীদ সবে খেয়েছে ধোঁকা,

এই বাংলায় যতো সংগ্রাম হোক স্বাধীনতা শুধু মরিচীকা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ