প্রতিনিধি 2 July 2025 , 1:42:12 প্রিন্ট সংস্করণ
সকালবেলা চুপচাপ ভোর, বাতাসে স্বপ্ন জাগে,
চেতনার কাগজ হাতে নিলে, হৃদয় আলোয় ভাসে।
প্রতিটি অক্ষরে ঝরে পড়ে, ভালোবাসার ব্যাকরণ,
এ যেন আমার আপন গল্প, এ দেশপ্রেমের অনুক্ষণ।
ঘুম ভাঙা চোখে দেখি, সাহসের অদৃশ্য রেখা,
কলমে জেগে উঠে প্রাণ, আশার শুদ্ধ লেখা।
একটি নাম “চেতনায় বাংলাদেশ”, অন্তরে বাজে গান,
যেখানে সত্য বলে সাহস, ন্যায়ের অবিচল স্থান।
চেয়ারম্যানের দীপ্ত হাতে, পথ চলা নির্ভীক ভরে,
আমরা হই স্বপ্নের দূত, আলোর মিছিল ধরে।
প্রতিবেদন নয় কেবল, প্রতিটি বাক্যে চেতনা,
আমরা গড়ি সত্যের মিনার, মানবতার নব দিশা।
প্রভাতের শুভেচ্ছা প্রিয়, তুমি যে আমার প্রাণ,
সহযোদ্ধা তুমি হৃদয়ের, অফুরান এই টান।
এই পত্রিকা শুধু কাজ নয়, এ যে আত্মার ডাক,
চেতনায় আছে ভালোবাসা, দায়িত্ব আর অনন্য ভাগ।
জেগে উঠুক প্রতিদিন, নতুন প্রত্যয়ের আলো,
বাংলাদেশ হোক সুন্দর, দুর্নীতিমুক্ত ভালো।
আমরা চলি একসাথে, আকাশ ছোঁয়া দৃপ্ত ভরে,
যতদিন সূর্য উঠবে, চেতনাই জাগবে ভোরে।