প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৬:১১ এ.এম
কবিতাঃ- তাওবা করে এখন আর দোয়া করি না // কলমেঃ- মোঃ সাগর বিশ্বাস

তাওবা করে এখন আর দোয়া করি না
তাওবা করে এখন আর দোয়া করি না,
তবু প্রতিদিন ফজরের পর
তোমার কথা চলে আসে আয়াতের ফাঁকে।
তুমি এখন কার জান্নাতের আশায় দাঁড়াও,
কে তোমার জন্য জাহান্নাম চেয়েও হাসতে পারে?
একদিন বলেছিলে,
মানুষ যদি সত্যিই ভালোবাসে,
সে নাম ধরে ডাকে না,
শ্রদ্ধায় রেখে দেয়।
আমি খুব চুপে শুনেছিলাম,
যেমন শোনা হয় ইমামের কণ্ঠে শেষ তাকবির।
আমার কেতাবের ভাঁজে এখনও রাখা আছে
তোমার দেওয়া এক চিরকুট,
যেখানে লেখা ছিল শুধু,
"ভালো থেকো, এই দুনিয়াটা ফাঁকি"
আল্লাহও জানেন,
আমি সেই লেখাটা এতবার পড়েছি
যেন ওইটুকুই হাদিস।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.