প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৮:২৪ এ.এম
কবিতাঃ দ্বিপদ উৎপাত // কলমে:- আবীর ইমন

দ্বিপদ উৎপাত
রক্তাক্ত রুমাল কব্জিতে বেঁধে দিয়ে যেদিন বললে, ‘ভালোবাসি’
সেদিন থেকেই আমি তোমার হয়েছি এবং এই মিছিলের।
তুমি কি তোমার জপমন্ত্র পাল্টে ফেলেছো এরিমধ্যে?
মিছিল নইলে আর টানে না ক্যানো?
মিছিলের শ্লোগানগুলো ক্যানো জনবিরোধী?
একদা গণঘৃণিত কব্জি ক্যানো মিছিলের পুরোভাগে আজ?
মরণ সমাসন্ন বুঝি : পিপীলিকার পাখা গজিয়েছে।
এ-রুমাল খুলে নাও তুমি
মুছে ফ্যালো হৃদয়ের দস্তখত
চুম্বনের স্মৃতি ও গোলাপ
ভাগাড়ে আস্তাকুড়ে ছুড়ে ফেলে দাও।
মজেছো যখন প্রতিনায়কের প্রেমে
নায়কের কথা মনে রেখে লাভ কী আর?
এবার তবে তুমিও আমার শত্রু হ'য়ে গেলে!
ঘরের শত্রু বিভীষণা তুমি!
তোমাকে তো ভালোবাসি
সোনার বাঙলাদেশ ভালোবাসি ব'লে;
ভালোবাসি
মিছিলের ভবিষ্যতমুখী সনিষ্ঠ শ্লোগান ও নিষ্কম্প বুক ভালোবাসি ব'লে।
বাঙলাদেশ ভিন্ন আর ভালোবাসবার মতো মুখ
কোথায় পাবো আমি?
কার বুকে এতো প্রেম এ-শ্যামল রাজকুমার নেবে?
শ্যামলিমাহীন হৃদয় নিয়ে কী করবো বলো!
স্বপ্ন ও প্রতিবাদহীন চুম্বনে কি ভালোবাসার সবটুকু থাকে
বোধে ও বৈদগ্ধ্যে যদি ভাবনার গ্রন্থি না হয় অটুট?
লক্ষ্যের পথে হাঁটতে যদি অহেতুক হড়কে পড়ে পা তবে আর
দেশপ্রেম কোথায়?
দেশপ্রেমই তো আমাদের স্বদেশ।
ওটাই আমাদের জন্মভূমি।
তুমি কি-না নাড়ির টান ছিন্ন করলে পরাবাস্তব মন্ত্র গিলেগিলে!
পরান্ন কুহক ভালোবেসে তাই
প্রতিনায়কের বন্দিখাঁচায় স্বেচ্ছাবন্দী হলে
নায়কের অরুণাভ হৃদয় ফেলে পলিগন্ধময়?
বিশকোটি নক্ষত্রের মাঠ
এ-বুক উপেক্ষা ক'রে তুমি কোন বার্মোডা ট্রায়াংগেলের দিকে যাও?
কোন চোরাবালি টানে?
কোন কৃ ষ্ণ গ হ্ব র?
আমিও কি তবে তোমার সঙ্গে ঢুকে যাবো
পরাবাস্তব অন্ধকারে আজই
নক্ষত্রের মাঠ চাষ ও চাষিহীন রেখে
স্বপ্নের আকাশ রেখে প্রেমিক বিহীন?
তুমি বোধ হয় আর ফেরবে না কোনোদিন!?
মুগ্ধ কপোতী য্যামন থরোথরো বাচ্চাকে ওম দ্যায়
ত্যামন ক'রে বাঙলাদেশকে আগলে রেখে বুকে
আমি একাই ঘুমোবো স্বপ্নের মতো শ্যামল ও
হৃদয়ের মতো টুকটুকে পতাকার চাদরে এলিয়ে শরীর
নিবিড় অরণ্যে গিয়ে
যেখানে সঙ্গী হবে আমার কস্তুরিপ্রবণ মৃগীরা বনের
টুপটাপ পাতাঝরা শিশির;
ময়ূরীর পেখম হয়তো বাতাস করিবে
অচেনা দানব থাকতে পারে সেইখানে
সাপ বিচ্ছু জোঁক
অন্ধ হাতি মত্ত চিতাগণ;
দ্বিপদ শ্বাপদের উৎপাত:
তাড়না ও প্রতারণার মানুষ তো নেই!
রচনাকাল : ০৩ জুলাই, ২০২৫
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.