কবিতা

কবিতাঃ শীতকাল

  প্রতিনিধি 15 January 2025 , 8:41:18 প্রিন্ট সংস্করণ

কবিতাঃ শীতকাল

তোমার আগমন,

শীতল করিল মোর মন।

তোমার হাওয়া,

গরমকে করল ধাওয়া।

এসেছ তুমি বছরের শেষে,

মোদের এই ষড়ঋতুর দেশে।

তোমার জ্বালায় দীন-দুঃখী,

করিবে কষ্ট দিবা- নিশি।

তোমার ভয়ে রোজ প্রভাতে,

উঠবে তপন দেরি করে।

তোমার জ্বালায় গ্রাম বাংলায়,

রোজ পূর্বান্হে আগুন পোহায়।

বস্ত্রহীনদের করিও কৃপা,

 তব যদি থাকে মায়া।

মায়াহীন নিষ্ঠুর তুমি হে শীত,

করিবে কৃপা দীনদের

তা মোদের আশাতীত।

হেমন্তকে বাঘিয়া আসনে এখন তুমি,

বসন্ত আসিয়া বাঘাইয়া তোমাকে,

আসন করিবে চুরি।

বসন্তের বাতাস থাকিবে মধুর,

সে তোমার মতো হইবে না নিষ্ঠুর।

বাঘাবে তোমাকে ঋতুরাজ আসিয়া,

পালাবে তুমি আসন ছাড়িয়া।

Author