কবিতা

কবিতা :- (কলুরবলদ) লেখক:- কৃতদাস

  প্রতিনিধি 11 April 2025 , 9:39:05 প্রিন্ট সংস্করণ

কলুরবলদ -কৃতদাস-


জলে কুমির ডাঙায় বাঘ,

ডানে-বায়ে বন্য কুকুর দিনে- রাতে শোনায় হাঁক।

আন্দোলনের জোয়ার তুলে চোর তাড়ালি স্বপ্ন বুনে-

এখন দেখি মগের মুল্লুক

ডাকাত ঢুকায়া আমন্ত্রণে।

 

স্বাধীনতায় গর্বিত মন এ-সব কথা এখন মানা-

চলো সবাই স্লোগান দিয়ে বলি এবার ভিক্ষা চাইনা কুত্তা থামা।

 

পরামানিক তাড়িয়েছি মিছিল দেখে সুখের হাসি-

এতোই সোজা সুখের দেখা?

মোড়ল বাবুর চেয়ার দখল তোমরা বসে মারো মাছি।

লজ্জা কেন করেনা তোর বারে বারে খেয়েও ধোঁকা-

বাঙালী তুই যতোই লাফাও আসলে কিন্তু জাতেই বোকা।

বারে বারে মাছি তাড়াও রাজ্য হবে জনতার,

আমরা সবাই কলুরবলদ

মধুর হাড়ি মোড়ল চোরার।

আমার দেশের জাদুর চেয়ার যে বসিবে রাজার কুমার-

চরিত্র তার বড়ই আজব রাবন সাজে বারেবার।

পরাজিত যেন হলে মানবতার ঝুলি খোলে-

নীতির বাক্যে মঞ্চে বসে আঙুল তুলে হিসাব কসে,

আমজনতা তালেই নাচে সত্য মিথ্যা কে-বা বাছে।

এটাই হলো অবশেষে-

স্বপ্ন তুমি যতোই সাজাও,

অন্ধকারে ঘরে বসে-

একা একা ঘন্টা বাজাও।

Author