প্রতিনিধি 22 February 2025 , 8:40:48 প্রিন্ট সংস্করণ
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী।
সমবায় শক্তি সমবায় ভিত্তিক সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
নোয়াখালী কবিরহাটে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অত্র সমিতির সভাপতি সুধাংশু রঞ্জন সিংহের সভাপতিত্বে, কোষাধ্যক্ষ মো. ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কালব নোয়াখালী জেলা প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কবিরহাট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদুরজ্জমান বাবুল, কবিরহাট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন, কবিরহাট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিসদের সদস্য মো. জহির আহম্মদ, কবিরহাট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিসদের সদস্য বিবি কুলছুম, দৈনিক সমকাল পত্রিকার কবিরহাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. ইয়াছিন রুবেল প্রমূখ।
উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যায় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশ ও অনুমোদন করা হয়।
এসময় কবিরহাট কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারী এবং কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।