মোঃ ইয়াছিন রুবেল
তরুণদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের মাঠে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। কবিরহাট উপজেলা ও কবিরহাট পৌরসভার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) নিগার সুলতানা।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ,উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মো: শামস্-এ-আরিফিন, উপজেলা সহকারি সমাজসেবা অফিসার মোঃ হাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আলী, উপজেলা সমবায় অফিসার নূর মোহাম্মদ, দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইয়াছিন রুবেল, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি সাংবাদিক সহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ ইমরান হোসেন ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। তা সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।