নোয়াখালী কবিরহাট উপজেলায় দ্বীপ উন্নয়ন সংস্থার কবিরহাট শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ ই মার্চ) বিকাল ৫ টায় সংস্থার কবিরহাট শাখা অফিসে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংস্থার কবিরহাট শাখা ব্যবস্থাপক মোঃ জামসেদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে নোয়াখালী মাইজদী এরিয়ার এলাকা সমন্বয়কারী মোঃ সফিকুল আলম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখার সম্মানিত সদস্যবৃন্ধ সহ কবিরহাট উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবিরহাট শাখার উপ-ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান মিজান, সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা প্রোগ্রাম কোর্ডিনেটর তৌহিদুল ইসলাম, সিনিয়র মাঠ কর্মকর্তা মোঃ সোহেল।
পরে দোয়া মোনাজাত করেন, সংস্থার সম্মানিত সদস্য মোঃ ওমর ফারুক। মোনাজাত শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই মিলিত হন।