অন্যান্য

কবি সুফিয়া কামাল এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন

  প্রতিনিধি 21 November 2024 , 9:34:27 প্রিন্ট সংস্করণ

 

জাকারিয়া আল ফয়সাল

 

২০ নভেম্বর দেশের সকল গণতান্ত্রিক মানবিক সাংস্কৃতিক নারীর মানবাধিকার আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব নারী মুক্তি আন্দোলনের অগ্রসেনানী বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় কবি সুফিয়া কামাল এর ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী আজ ২০ নভেম্বর বিকাল ৪.৩০মিনিটে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার নিজেস্ব কার্যালয়ে এক স্মরণসভার আয়োজন করা হয়।

সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, সিরাজুন নেছা পারুল, ও বিভিন্ন পাড়া কমিটির সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বাংলাদেশি নারীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন। বাংলাদেশ মহিলা পরিষদে প্রতি বছর এই দিনটিতে তাকে

 

আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হয়। সুফিয়া কামাল একজন নারীবাদী নেত্রী এবং রাজনৈতিক কর্মী ছিলেন। তিনি ১৯৫০-এর দশকের বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে অংশ নেন এবং স্বাধীন বাংলাদেশে সুশীল সমাজের নেত্রী। তিনি নারীবাদী সক্রিয়তার নেতৃত্ব দেন এবং বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ